তোমাদের রাণী অভিনেতা: মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল 'দুর্জয়'-এর? অর্কপ্রভ বলছেন, 'খুব একটা আহামরি..'



তোমাদের রাণী অভিনেতা: মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল 'দুর্জয়'-এর? অর্কপ্রভ বলছেন, 'খুব একটা আহামরি..'

অর্কপ্রভ, যে বর্তমানে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় নায়ক, তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েননি। আইসিএসসি বোর্ডের ছাত্র হতে তিনি ছিলেন। তোমাদের রাণীর নায়কের ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায় তিনি কত নম্বর পেয়েছিলেন তা সম্পর্কে কথা হলো এখানে।

অর্কপ্রভের মহিলা ভক্ত সংখ্যা বেড়ে চলছে দিন দিন। তিনি জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষায় তিনি খুব বেশি নম্বর পেয়েছিলেন না। তাঁর বার্তায়, "খুব একটা আহামরি কিছু ফল হয়নি, আমি ৫৪% নম্বর পেয়েছিলাম। এরপর কমার্স নিয়ে পড়াশোনা করেছি"।

অর্কপ্রভ জানিয়েছেন, তার জীবনের উপরে রেজাল্টের কোনো বড় দাবী নেই। তিনি সবসময় উন্নতির দিকে মনোনিবেশ করেছেন। "আমি রেজাল্ট নিয়ে খুশি-অখুশি কোনোটাই হইনি। পাশের চেয়ে অনেক বেশি নম্বর পেয়েছিলাম এইটুকুই। কোনোরকম টেনশন হয়নি"।


অর্কপ্রভ ছোট থেকেই অভিনেতা বা ফিল্মমেকার হতে চেয়েছিলেন। তিনি বলেছেন, "ছোট থেকেই ফ্যাশনেবল ছিলাম, ভালো জামাকাপড় পড়তে ভালো লাগত, রূপচর্চা করতাম। তবে গত কয়েকটা বছর নিজের দিকে তেমন নজর দিইনি। নিজের মতো থাকতাম, মাঝে চুল লম্বা করেছিলাম। লকডাউনের আগে একটু মোটা হয়েগিয়েছিলাম। সেইসময় একটু শরীরচর্চা করলাম, রোগা হলাম। এখন একটু নজর রাখি যাতে মুখে ট্যান না পড়ে যায়। মুখটা পরিষ্কার থাকে"।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন