গর্ভবতী গার্লফ্রেন্ড কে বিয়ে | পর্ব ৪
রাজ:বেশি কিছু চায়না। তবে তোমাকে চাই!
কথা:সেটা কোনদিনই সম্ভব নয়। তুমি জানো আমি বিবাহিত। আর আমি অন্তঃসন্তা। তোমারই বন্ধু সজিবের সন্তান আমার গর্ভে ওহ! কাকে বন্ধু বলছি তুমি তো আমার স্বামীর খুনি।
রাজ:ওহ! আমার কোনো সমস্যা নেই তোমার হাজার বিয়ে হলেও সমস্যা
নেই। আচ্ছা শোনো! তোমার সামনে দুটো রাস্তা এক তোমার আত্মহত্যা অন্যদিকে আমাকে বিয়ে করা। যদি আত্মহত্যা করো তাহলে তোমার মাঝে জন্ম নেওয়া নিঃশ্বাপ সন্তানটা মারা যাবে। লোকে তোমার বাবার দিকে আঙ্গুল তুলবে বলবে নষ্টা মেয়ের বাবা। পতিতা জন্ম দিয়েছিল তোমার বাবা। তুমি মরে গেলেও এই অপবাদ থেকে রেহাই পাবে না। আর তোমার ছোট বোন কী যেন নাম, ওহ! সুমাইয়া ইসলাম (তোবা)। তুমার নামে এমন কথা শুনে ভাবছো তার বিয়ে হবে। কখনোই না। লোকে তোমাদের পরিবারকে থুথু দিবে। দেখা যাবে তোমার বাবা গাড়ির নীচে ঝাপ দিয়েছে।
কথা:রাজ প্লিজ চুপ করো। আমি আর এগুলো শুনতে পারছিনা।
রাজ: ওকে। তাহলে শুন অপশন নাম্বান ২. আমাকে যদি বিয়ে করো তাহলে তোমার গর্ভের সন্তানটা পৃথিবীর আলো দেখবে আর কেউ তাকে জারজ বলবে নাহ্। আর তোমার বাবা অপবাদের হাত থেকে বেঁচে যাবে এখন তোমার ইচ্ছা।
কথা: হুম! বাবা - মা, আর আমার নয়নের মনি কলিজার টুকরা তোবার কথা এবং গর্ভের সন্তানের জন্য নিজেকে কুরবাণী দিলাম। তবে আমার কিছু শর্ত রয়েছে।
কথা:আমার শর্ত হচ্ছে আমার উপর আমি না চাইলে স্বামীর অধিকার দেখাতে পারবেন না। আর কখনো আমার ইচ্ছা ব্যতীত আমাকে ছুঁয়ে দেখতেও পারবেনা।
বলেন শর্তে রাজি?
রাজ:হুম তোমার সব শর্তে রাজি! কিন্তু আমারো শর্ত আছে।
কথা:তোমার আবার কি শর্ত?
রাজ:হা, হা, আমি তোমাকে অন্তঃসন্তা থাকার পরও বিয়ে করছি শুধু কি ভালবাসি বলে। নিশ্চয় কারণ আছে।
কথা: মানে কি বলছো তুমি? তোমার অন্য কোন ধান্দা নেই তো? আচ্ছা তোমার শর্ত বলো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন