গর্ভবতীর গার্লফ্রেন্ডকে বিয়ে পর্ব ৩
রাজ:হ্যালো, কথা আমি রাজ। তোমার সাথে আমার কিছু কথা ছিলো।
কথা: খুনি! তোর সাথে কোন কথা নেই! নিজের ভালবাসাকে পাওয়ার জন্য যে নিজের বন্ধুকে খুন করতে পারে তার সাথে আবার আমি দেখা করবো। কখনোই না।
রাজ:ওহ! আচ্ছা আপনি যে অন্তঃসন্তা তা কী কেউ জানে?
কথা:কি বলছো রাজ! তুমি কি করে জানো?!
রাজ:হা, হা, হা, আচ্ছা তোমার বাবা মাকে কি বলতে হবে আপনারা নানা- নানী হতে যাচ্ছেন। আপনাদের বড় মেয়ে কথা মা হতে যাচ্ছে!
কথা:রাজ! কোথায় দেখা করতে হবে বলো আমি কাল তোমার সাথে দেখা করবো!
রাজ:এইতো! কতো ভালো মেয়ে সবাইকে না জানিয়ে বিয়েটা করার সময় এই বুদ্ধিটা থাকলে আজকে এতো কিছু হতো না! আচ্ছা কাল বিকেলে আলীশান হোটেলে আসবে।
কথা:ওকে! তবে তুমি ছাড়া কেউ যেনো না জানে সজিবের সাথে আমার বিয়ে হয়েছে। আর আমি অন্তঃসন্তা!
রাজ:আচ্ছা। বিকেলে খাবার অর্ডার করে বসে আছি। হঠাৎ সেই চিরচেনা মাতাল করা চুলের গন্ধ বাতাসে ভেসে আসছে! উপরের দিকে তাকাতেই দেখি কথা! মনে হচ্ছে বাগানের একটা তাজা গোলাপ! বাতাসে এলোমেলো চুলগুলো উড়ছে। কাজল কালো হরিণীর মতো চোখ জোড়া করুণ দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে!
কথা:হঠাৎ কিসের জন্য ডেকেছো আমাকে?
রাজ: বসো বলছি (আমি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন